| রাষ্ট্রপতি | ড. রাজেন্দ্র প্রসাদ |
| উপরাষ্ট্রপতি | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
| প্রধানমন্ত্রী | জওহরলাল নেহরু |
| উপপ্রধানমন্ত্রী | সরদার বল্লভভাই প্যাটেল |
| মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
| নৌপ্রধান | রাম দাস কৌরী |
| কমান্ডার ইন চিফ | কে. এম. কারিয়াপ্পা |
| ত্রিবাহিনীর প্রধান | সুব্রতা মুখার্জী |
| রাজ্যসভার চেয়ারম্যান | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
| শিক্ষামন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
| আইনমন্ত্রী | ড. বি. আর. আম্বেদকর |
| অর্থমন্ত্রী | আর. কে. শানমুখম চেট্টি |
| রেলমন্ত্রী | জন মাথাই |
| লোকসভার স্পিকার | গণেশ বসু রাও মাভলঙ্কার |
| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি | হীরালাল কে. কানিয়া |
| হাইকোর্টের প্রধান বিচারপতি | রমেশচন্দ্র মিত্র |
| ভারতীয় গভর্নর | চক্রবর্তী রাজাগোপালাচারী |
| কংগ্রেস সভাপতি (হিন্দু) | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
| কংগ্রেস সভাপতি (মুসলিম) | বদরুদ্দিন ত্যাব |
| মুসলিম রাষ্ট্রপতি | ড. জাকির হুসেন |
| ভারতরত্ন প্রাপক | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, রাজাগোপালাচারী, সি. ভি. রমন |
| অস্কার প্রাপক | সত্যজিত রায় |
| নোবেল পুরস্কার প্রাপক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| অর্থনীতিতে নোবেল | অমর্ত্য সেন |
| ম্যাগসেসে পুরস্কার | আচার্য বিনোবা ভাবে |
| জ্ঞানপীঠ পুরস্কার | জি. শঙ্কর কুরূপ |
| পরমবীর চক্র প্রাপক | সোমনাথ শর্মা |
| ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | মিহির সেন |
| দক্ষিণ মেরু অভিযাত্রী | কে. বি. রাও |
| আর্কটিক অভিযাত্রী | লেফটেন্যান্ট রামচরণ |
| চলচ্চিত্র পরিচালক | দাদাসাহেব ফালকে |
| ভারতীয় নোবেল বিজয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর |
| মহাকাশচারী | রাকেশ শর্মা |
| বিদেশে পর্যটক | রাজা রামমোহন রায় |
| ভারতীয় পাইলট | কে. এল. রাও |
| টেস্ট ক্রিকেটার (সেঞ্চুরি) | এল. কে. নাইডু |
| ওয়ান ডে ক্রিকেটার (সেঞ্চুরি) | অজিত ওয়াদেকর |
| টেস্ট ক্রিকেটার (ডাবল সেঞ্চুরি) | লালা অমরনাথ |
| ওয়ান ডে ক্রিকেটার (ডাবল সেঞ্চুরি) | কপিল দেব |
| টেস্ট ক্রিকেটার (হ্যাটট্রিক) | হরভজন সিং |
| ওয়ান ডে ক্রিকেটার (হ্যাটট্রিক) | চেতন শর্মা |
| ICS অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
| মিস্টার ইউনিভার্স | মনোজ রায় |
| মিস্টার ওয়ার্ল্ড | খাণ্ডেলওয়াল |
| অলিম্পিকে স্বর্ণপদক | অভিনব বিন্দ্রা |
| ব্যক্তিগত অলিম্পিক পদক | কে. ডি. যাদব |
0 মন্তব্যসমূহ