পশ্চিমবঙ্গের লোকসভা আসন ও অন্তর্গত বিধানসভা কেন্দ্রের তালিকা
পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা ও ২৯৪ টি বিধানসভা কেন্দ্র আছে। কিছু লোকসভা ও বিধানসভা কেন্দ্র ST/SC দের জন্য সংরক্ষিত।
লোকসভা কেন্দ্র | বিধানসভা কেন্দ্রসমূহ |
---|---|
কোচবিহার (SC) | মাথাভাঙ্গা (SC), শীতলকুচি (SC), দিনহাটা, সিতাই (SC), কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর (SC), তুফানগঞ্জ |
আলিপুরদুয়ার (ST) | কালচিনি (ST), আলিপুরদুয়ার, ফালাকাটা (SC), মাদারিহাট (ST), কুমারগ্রাম (ST), নাগরাকাটা (ST), ধূপগুড়ি (SC) |
জলপাইগুড়ি (SC) | ময়নাগুড়ি (SC), রাজগঞ্জ (SC), ধূপগুড়ি (SC), মাল (ST), নাগরাকাটা (ST), জলপাইগুড়ি, ফালাকাটা (SC) |
দার্জিলিং | দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি (SC), ফাঁসিদেওয়া (ST), চোপড়া |
রায়গঞ্জ | ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, হেমতাবাদ (SC), করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ (SC) |
বালুরঘাট | হরিরামপুর, গঙ্গারামপুর (SC), বুনিয়াদপুর, কুশমণ্ডি (SC), বালুরঘাট, তপন, হিলি |
মালদা উত্তর | হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, মালতিপুর, হাবিবপুর (ST), গাজোল (SC), কালিয়াচক |
মালদা দক্ষিণ | মানিকচক, সুজাপুর, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সামসেরগঞ্জ, ফরাক্কা |
জঙ্গিপুর | জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সুতি, সামসেরগঞ্জ, ফরাক্কা, মুর্শিদাবাদ |
বহরমপুর | বহরমপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সুতি, সামসেরগঞ্জ, ফরাক্কা, মুর্শিদাবাদ |
মুর্শিদাবাদ | মুর্শিদাবাদ, জলঙ্গি, ভগবানগোলা, ডোমকল, রঘুনাথগঞ্জ, সুতি, লালগোলা |
কৃষ্ণনগর | নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ |
রানাঘাট (SC) | রানাঘাট উত্তর-পূর্ব (SC), রানাঘাট দক্ষিণ-পশ্চিম (SC), শান্তিপুর, কল্যাণী (SC), হরিণঘাটা, চাকদা, নবদ্বীপ |
বনগাঁ (SC) | বনগাঁ উত্তর (SC), বনগাঁ দক্ষিণ (SC), গাইঘাটা (SC), বাগদা (SC), হাবরা, অশোকনগর, গোপালনগর (SC) |
ব্যারাকপুর | খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, টিটাগড়, ব্যারাকপুর, বীজপুর |
দমদম | দমদম, রাজারহাট-গোপালপুর, বিধাননগর, কাঁকিনাড়া, কেষ্টপুর, বাগুইআটি, নৈহাটি |
বারাসাত | বারাসাত, দেগঙ্গা, হাবরা, অশোকনগর, গোপালনগর (SC), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর |
বসিরহাট | বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ (SC), সন্দেশখালি (ST), মিনাখাঁ (SC), হাড়োয়া, হাড়োয়া |
জয়নগর (SC) | জয়নগর (SC), কুলতলি (SC), বাসন্তী (SC), গোসাবা (SC), কাকদ্বীপ, সাগর, রায়দিঘি |
মথুরাপুর (SC) | মথুরাপুর (SC), কুলতলি (SC), বাসন্তী (SC), কাকদ্বীপ, রায়দিঘি, সাগর, গোসাবা (SC) |
ডায়মন্ড হারবার | ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মহেশতলা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কাশীপুর-বেলগাছিয়া |
যাদবপুর | যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, রশবিহার |
কলকাতা দক্ষিণ | বালিগঞ্জ, রশবিহার, চৌরঙ্গী, কলকাতা পোর্ট, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম |
কলকাতা উত্তর | চৌরঙ্গী, মানিকতলা, বেলেঘাটা, শ্যামবাজার, চিত্তরঞ্জন, কাশীপুর-বেলগাছিয়া, কলকাতা পোর্ট |
হাওড়া | হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, শিবপুর, বালি, ডোমজুড়, সাঁকরাইল (SC), উলুবেড়িয়া উত্তর |
উলুবেড়িয়া | উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, আমতা, বাগনান, শ্যামপুর, ডোমজুড়, সাঁকরাইল (SC) |
শ্রীরামপুর | শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, হুগলি, সিঙ্গুর, জাঙ্গিপাড়া, আরামবাগ (SC) |
হুগলি | হুগলি, চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুর, জাঙ্গিপাড়া, আরামবাগ (SC), শ্রীরামপুর |
আরামবাগ (SC) | আরামবাগ (SC), গগনেশ্বর, খানাকুল, জাঙ্গিপাড়া, সিঙ্গুর, চুঁচুড়া, চন্দননগর |
তমলুক | তমলুক, মহিষাদল, নন্দকুমার, কোলাঘাট, চণ্ডীপুর, নন্দীগ্রাম, পাঁশকুড়া |
কাঁথি | কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, খেজুরি (SC) |
ঘাটাল | ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলা, সবং, কেশপুর (SC), ডেবরা |
ঝাড়গ্রাম (ST) | ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম (ST), গড়বেতা, বেলিয়াবেড়া, শালবনি, বিনপুর (ST) |
মেদিনীপুর | মেদিনীপুর, খড়গপুর, কেশিয়াড়ি (SC), ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড় |
পুরুলিয়া | পুরুলিয়া, বান্দোয়ান (ST), রঘুনাথপুর (SC), কাশীপুর, হুড়া, বাঘমুন্ডি, জয়পুর |
বাঁকুড়া | বাঁকুড়া, বিষ্ণুপুর, ইন্দাস (SC), কোতুলপুর, টালডাঙা, ছাতনা, ওন্দা |
বিষ্ণুপুর | বিষ্ণুপুর, ইন্দাস (SC), কোতুলপুর, ওন্দা, খাতরা (SC), রাইপুর, রাণীবাঁধ (ST) |
বর্ধমান-দুর্গাপুর | দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, অণ্ডাল, কাঁকসা (SC), রানিগঞ্জ, জেমারি (SC), আসানসোল দক্ষিণ |
আসানসোল | আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানিগঞ্জ, কুলটি, বারাবনি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর |
বোলপুর (SC) | সাঁইথিয়া (SC), লাভপুর, লাভপুর, বোলপুর, নানুর (SC), labpur, সাঁইথিয়া (SC) |
বীরভূম | সাঁইথিয়া (SC), লাভপুর, সিউড়ি, নানুর (SC), দুবরাজপুর (SC), রামপুরহাট, হংসেশ্বরী |
বর্ধমান-পূর্ব (SC) | মেমারি, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, পাণ্ডুয়া, কাটোয়া, কেতুগ্রাম (SC), মঙ্গলকোট |
إرسال تعليق