মাধ্যমিক পাশে পাওয়া সরকারি চাকরির তালিকা 

চাকরির নাম / বিভাগ পদের নাম 
ভারতীয় রেল (RRB) ট্র্যাকম্যান, সহায়ক, গেটম্যান ইত্যাদি
গ্রামীণ ডাক সেবা (GDS) শাখা ডাকপাল (BPM), সহকারী শাখা ডাকপাল (ABPM), গ্রামীণ ডাক সেবক
ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী সৈনিক (জিডি), কারিগরি সহায়ক, অগ্নিবীর
রাজ্য পুলিশ / কেন্দ্রীয় বাহিনী (BSF, CRPF) কনস্টেবল (জিডি, ট্রেডসম্যান)
SSC বহুমুখী সহায়ক কর্মী (MTS), কনস্টেবল
রাজ্য সরকার (WBSSC, ইত্যাদি) চতুর্থ শ্রেণির কর্মী (পিয়ন, চৌকিদার)
জেলা আদালত পিয়ন, টাইপিস্ট, কেরানি
বন দপ্তর বনরক্ষী
স্কুল (WBSSC School Group D) পিয়ন, ল্যাব সহায়ক
খাদ্য ও রেশন দপ্তর কেরানি, ডেটা এন্ট্রি অপারেটর (চুক্তিভিত্তিক)
পঞ্চায়েত ও পৌরসভা সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী
সরকারি প্রকল্প (MGNREGA, PMAY) ক্ষেত্র সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর
রেল অ্যাপ্রেন্টিস ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান
DRDO, ISRO ইত্যাদি কেন্দ্রীয় সংস্থা কারিগরি সহায়ক, সহকারী
ECL, BCCL, Coal India ইত্যাদি PSU নিরাপত্তা রক্ষী, কেরানি

Post a Comment

أحدث أقدم