ইতিহাসের প্রশ্নোত্তর 

১) কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? 
উত্তর: ব্রাহ্মসমাজ ও আর্য সমাজ।
২) ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল? 
উত্তর: দিল্লি। 
৩) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? 
উত্তর: লর্ড কর্নওয়ালিস। 
৪) Drain of Wealth এর লেখক কে? 
উত্তর: রমেশ চন্দ্র দত্ত। 
৫) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুন:নামকরণ হয়েছিল?
উত্তর: শহীদ ও স্বরাজ দ্বীপ। 
৬) কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? 
উত্তর: ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে সিঙ্গাপুরের ১৯৪২ সালে। 
৭) কোন বৎসর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? 
উত্তর: ১৯৪১ সালে। 
৮) ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে তৈরি হয়? 
উত্তর: ১৯৫২ সালে। 
৯) ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি? 
উত্তর: ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার। 
১০) ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? 
উত্তর: আলেকজান্ডার কানিংহাম। 
১১) হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? 
উত্তর: লোথাল। 
১২) ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: জি কে গোখলে।
১৩) উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কবে? 
উত্তর: খ্রিস্টপূর্ব 800 অব্দে। 
১৪) বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? 
উত্তর: তৃষ্ণা। 
১৫) হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: জি এল নন্দ। 
১৬) ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 
উত্তর: ১৮৮৫ সালে। 
১৭) "স্বরাজ আমার জন্মগত অধিকার" উক্তিটি কার? 
উত্তর: বালগঙ্গাধর তিলক। 
১৮) ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 
উত্তর: মুসলিম লীগ। 
১৯) সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? 
উত্তর: সাঁওতাল। 
২০) সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? 
উত্তর: লর্ড ক্যানিং। 
২১) ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: সুভাষচন্দ্র বসু। 
২২) কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি "করেঙ্গে ইয়া মরেঙ্গে" ডাক দিয়েছিলেন? 
উত্তর: ভারত ছাড়ো আন্দোলন। 
২৩) বঙ্গভঙ্গ কবে রদ হয়? 
উত্তর: ১৯১১ সালে। 
২৪) কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 
উত্তর: ১৮৮৫ থেকে ১৯০৫। 
২৫) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? 
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি। 
২৬) কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 
উত্তর: চৌরিচৌরা। 
২৭) জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তর: ১৯১৬ সালে। 
২৮) আলীগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? 
উত্তর: অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 
২৯) মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? 
উত্তর: ১৯০৯ সালে। 
৩০) জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? 
উত্তর: ১৯১৯ সালে অমৃতসরে। 
৩১) কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয?
উত্তর: মুসলিম লীগ ১৬ই আগস্ট ১৯৪৬। 
৩২) কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছিলেন? 
উত্তর: মহাত্মা গান্ধী। 
৩৩) আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: ক্যাপ্টেন মোহন সিং। 
৩৪) জাতীয় কংগ্রেস তার ১৯২৯ সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন? 
উত্তর: পূর্ণ স্বরাজ। 
৩৫) কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? 
উত্তর: ১৯৪০ সালে লাহোরে। 
৩৬) ১৯৪৬ সালে কোন মিশন ভারতে আসে? 
উত্তর: ক্যাবিনেট মিশন। 
৩৭) কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? 
উত্তর: ১৯৩০ সালে সূর্যসেন। 
৩৮) ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? 
উত্তর: জুলাই ১৯৪৭। 
৩৯) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
৪০) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ। 
৪১) গদার দলের নেতা কে ছিলেন? 
উত্তর: লালা হরদয়াল। 
৪২) কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? 
উত্তর: নীলদর্পণ। 
৪৩) কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: ফজলুল হক। 
৪৪) বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: অশ্ব ঘোষ। 
৪৫) হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? 
উত্তর: ধোলাভিরা
৪৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? 
উত্তর: বদ্রুদ্দীন তৈয়াবজি। 
৪৭) কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? 
উত্তর: মগধ। 
৪৮) সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি ছিল? 
উত্তর: ফরওয়ার্ড ব্লক। 
৪৯) কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? 
উত্তর: মেগাস্থিনিস। 
৫০) গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন? 
উত্তর: সারনাথ।

Post a Comment

أحدث أقدم