ইতিহাসের প্রশ্নোত্তর 

১) গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত আছে কোন বেদে? 
উত্তর: ঋকবেদে। 
২) প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভাকে অলংকৃত করতেন? 
উত্তর: চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। 
৩) কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব ন‌ওরোজ ভারতে প্রচলন করেন? 
উত্তর: ফিরোজ তুঘলক।
৪) 'কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাতি জিজ্ঞাসা না করে' এই নীতি বাক্যটি কার? 
উত্তর: কবির।
৫) শিখ খালসা কে স্থাপন করেছিলেন? 
উত্তর: গুরু গোবিন্দ সিং। 
৬) কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? 
উত্তর: কান্দাহার। 
৭) ১৬০৫ সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? 
উত্তর: মুসুলিপট্টনম। 
৮) শ্রীরঙ্গপত্তম কার সাথে যুক্ত? 
উত্তর: টিপু সুলতান। 
৯) আজমীরে কোন সুফি সন্তের দরগা আছে? 
উত্তর: মঈন উদ্দিন চিস্তি।
১০) চারমিনার কে নির্মাণ করেছিলেন? 
উত্তর: মোহাম্মদ কুলি কুতুব শাহ। 
১১) আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? 
উত্তর: ঝিলম।
১২) কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল? 
উত্তর: ডাবলু সি ব্যানার্জি। 
১৩) দিল্লি সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? 
উত্তর: বাবর। 
১৪) হিউয়েন সাং এর ভারত ভ্রমণকালে সূতিবস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? 
উত্তর: পাটলিপুত্র। 
১৫) কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবার এ ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন? 
উত্তর: জাহাঙ্গীর। 
১৬) পুরানের সংখ্যা কত? 
উত্তর: ১৮ টি। 
১৭) ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? 
উত্তর: ভগত সিং। 
১৮) ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও। 
১৯) আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? 
উত্তর: অরবিন্দ ঘোষ। 
২০) ১৯৪৩ সালটি বিখ্যাত কেন? 
উত্তর: আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। 
২১) ভারতীয় সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরা বিদ্রোহ করেছিল কেন? 
উত্তর: ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহারে। 
২২) দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: কলকাতা। 
২৩) "আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব" উক্তিটি কার? 
উত্তর: সুভাষচন্দ্র বসু। 
২৪) "স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই" এ কথা কে বলেছিলেন? 
উত্তর: বাল গঙ্গাধর তিলক। 
২৫) ১৯১৯ সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের উদ্দেশ্য কি ছিল? 
উত্তর: দ্বৈত শাসন। 
২৬) কোথায় সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ ও আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন? 
উত্তর: সিঙ্গাপুর। 
২৭) কোন গুরু পাঞ্জাবি কথ্যভাষা গুরুমুখী ভাষার প্রচলন করেন? 
উত্তর: গুরু অঙ্গদ। 
২৮) বুদ্ধদেবের তিনটি মুখ্য বাণী কি? 
উত্তর: বুদ্ধ, ধর্ম ও সংঘ।
২৯) জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান? 
উত্তর: পাওয়াপুরী। 
৩০) হরি সেন কার সভাকবি ছিলেন? 
উত্তর: সমুদ্র গুপ্ত। 
৩১) বন্দেমাতরম গানটি কার রচনা? 
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
৩২) 'বিবি কা মকবারা' ভারতের কোথায় অবস্থিত? 
উত্তর: ওরঙ্গাবাদ। 
৩৩) ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? 
উত্তর: জওহরলাল নেহেরু। 
৩৪) খাজুরাহো কোন রাজ্যে অবস্থিত? 
উত্তর: মধ্যপ্রদেশ। 
৩৫) রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: স্বামী বিবেকানন্দ। 
৩৬) চিনা পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারত ভ্রমণ করেন? 
উত্তর: বিক্রমাদিত্য। 
৩৭) গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন? 
উত্তর: গয়া। 
৩৮) কে বন্দেমাতরম লিখেছিলেন? 
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 
৩৯) ত্রিপিটক কাহাদের পবিত্র ধর্মগ্রন্থ? 
উত্তর: বৌদ্ধ। 
৪০) কুতুবমিনার কে তৈরি করেছিলেন? 
উত্তর: কুতুবউদ্দিন আইবক। 
৪১) সতীদাহ প্রথা কে লোপ করেন? 
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক।
৪২) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য। 
৪৩) দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: কুতুব উদ্দিন আইবক। 
৪৪) কে তৈমুর লঙ্গ এবং চেঙ্গিস খানের অনুজ? 
উত্তর: বাবর। 
৪৫) দীন-ই-ইলাহী ধর্মের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: আকবর। 
৪৬) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? 
উত্তর: সাসারাম। 
৪৭) কোলকাতার প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: জর্জ চার্নক। 
৪৮) ১৮৫৭ সালের আন্দোলনের নেতার নাম লেখ? 
উত্তর: মঙ্গল পান্ডে।
৪৯) আইন অমান্য আন্দোলন কোন সালে হয়? 
উত্তর: ১৯৩০ সালে। 
৫০) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উত্তর: আলাউদ্দিন খিলজী।

Post a Comment

أحدث أقدم