ইতিহাসের প্রশ্নোত্তর 

১) ভারতীয় সভ্যতার ওপর বৈদিক সংস্কৃতির মুখ্য প্রভাব কি ছিল? 
উত্তর: বর্ণাশ্রম প্রথার দৃঢ়ীকরণ। 
২) "আত্মাই সবকিছু এবং সবকিছুই আত্মা" এটি কীসের মতবাদ? 
উত্তর: সর্বেশ্বরবাদী।
৩) সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে। 
৪) কোন সুলতান নিজেকে "নায়েব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি" মনে করতেন?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক। 
৫) তীর্থ পরিক্রমার সময় চৈতন্য কোথায় আলোকপ্রাপ্ত হন? 
উত্তর: গয়া। 
৬) "রাম এবং রহিম একই ঈশ্বরের দুটি আলাদা নাম" কে বলেছিলেন? 
উত্তর: কবির।
৭) দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? 
উত্তর: শাহজাহান। 
৮) পলাশীর যুদ্ধের পরে সিরাজউদ্দৌলার স্থলে বাংলার নবাব কে হন? 
উত্তর: মীরজাফর। 
৯) বিখ্যাত গ্রন্থ গীতগোবিন্দ কে রচনা করেন? 
উত্তর: জয়দেব। 
১০) ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে মৌর্য রাজবংশ থেকে ভারত সরকার কোনটি গ্রহণ করেন? 
উত্তর: চারটি সিংহ। 
১১) শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন? 
উত্তর: ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য। 
১২) "দুনিয়ার মজদুর এক হও" কে বলেছিলেন? 
উত্তর: লেলিন। 
১৩) ভারতের কোথায় গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 
উত্তর: চম্পারন। 
১৪) কত খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতায় ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল? 
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে। 
১৫) "ডিসকভারি অফ ইন্ডিয়া" বইটির লেখক কে? 
উত্তর: পন্ডিত জ‌ওহরলাল নেহেরু। 
১৬) কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? 
উত্তর: ওয়েলেসলি। 
১৭) হিটলারের কার্য্য "Mein Kampf" এর শাব্দিক অর্থ কি? 
উত্তর: আমার সংঘর্ষ। 
১৮) কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? 
উত্তর: মুদ্রারাক্ষস। 
১৯) ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন? 
উত্তর: মিনান্দার। 
২০) গান্ধীজী হিন্দ স্বরাজ লিখেছিলেন কখন? 
উত্তর: ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌ জাহাজে। 
২১) কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? 
উত্তর: ধর্মপাল। 
২২) কেবিনেট মিশনের একজন সদস্যের নাম লেখ?
উত্তর: এ ভি আলেকজান্ডার।
২৩) কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? 
উত্তর: তারিখ-ই ফিরোজশাহী। 
২৪) ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? 
উত্তর: মালাবার উপকূলে আরব বণিকদের।
২৫) স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? 
উত্তর: ১৯২৩ সালে। 
২৬) দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? 
উত্তর: জালালউদ্দিন খলজি। 
২৭) বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? 
উত্তর: হাম্পি। 
২৮) ১৯২১ এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? 
উত্তর: কেরলে।
২৯) কোন ব্যক্তি দিন-ইলাহীর একজন সদস্য হয়েছিলেন? 
উত্তর: রাজা বীরবল। 
৩০) তকাভি বলতে কী বোঝায়? 
উত্তর: কৃষক ঋণ। 
৩১) ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন? 
উত্তর: জে বি কৃপালিনী। 
৩২) মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? 
উত্তর: ফার্সি।
৩৩) "দি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন" এর শুরু করেছিলেন?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান। 
৩৪) কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? 
উত্তর: জাবতি। 
৩৫) স্টাফোর্ড ক্রিপস এর সদস্য ছিলেন কোন পার্টি? 
উত্তর: লেবার পার্টি। 
৩৬) ১৬২১ খ্রিস্টাব্দের ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? 
উত্তর: সুরাট। 
৩৭) রঞ্জিত সিংহ কোন মিসলের নেতা ছিলেন? 
উত্তর: সুকারচাকিয়া মিসল।
৩৮) ১৯০৭ সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? 
উত্তর: মদনলাল ধিংরা।
৩৯) টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? 
উত্তর: লর্ড ওয়েলেসলি।
৪০) ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? 
উত্তর: লিনলিথগো।
৪১) কে অনুশীলন সমিতি সংঘটিত করেছিলেন? 
উত্তর: প্রমথ মিত্র। 
৪২) ১৯৩৫ সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? 
উত্তর: পাঞ্জাব। 
৪৩) ফিওসফিক্যাল সোসাইটির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন? 
উত্তর: মাদাম এইচ পি ব্লাভাটক্সি। 
৪৪) কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? 
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
৪৫) দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? 
উত্তর: ৫৬২ টি।
৪৬) কে বারভাইস সভা সংগঠিত করেছিলেন? 
উত্তর: নানা ফড়নবিশ।
৪৭) ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 
উত্তর: রাজা রামমোহন রায়। 
৪৮) কে ১৯৩২ খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? 
উত্তর: রামজে ম্যাকডোনাল্ড। 
৪৯) ডান্ডি মার্চ এর সঙ্গে কোন আন্দোলনের সূচনা হয়? 
উত্তর: আইন অমান্য আন্দোলন। 
৫০) "ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ" ভারত-ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? 
উত্তর: সৈফুদ্দিন কিচলু।

Post a Comment

নবীনতর পূর্বতন