ইতিহাসের প্রশ্নোত্তর
১) মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কি ছিল?
উত্তর: পাকিস্তান প্রস্তাব গ্রহণ।
২) গ্রীক লেখকদের রচনায় কাকে স্যান্দ্রোকোট্টাস বলা হয়েছে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
৩) বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বরাহমিহির।
৪) মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন?
উত্তর: পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল।
৫) কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত?
উত্তর: রাম শরণ শর্মা।
৬) ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: পুলিন দাস।
৭) কিতাব-উল-হিন্দ কার রচনা?
উত্তর: আলবিরুনী।
৮) ১৮৫৭ র বিদ্রোহের সময় লক্ষনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর: বেগম হজরত মহল।
৯) কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন?
উত্তর: স্কন্দগুপ্ত।
১০) ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর এর জন্য ১৯৪৬ সালে 'ব্রেক ডাউন প্ল্যান' প্রস্তাব করেন কে?
উত্তর: ভাইসরয় লর্ড ওয়াভেল।
১১) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: রাসবিহারী বসু।
১২) কে গঙ্গাইকোন্ডচোল উপাধি ধারণ করেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র।
১৩) ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?
উত্তর: ভাইসরয় লর্ড লিনলিথগো।
১৪) স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর: জে বি কৃপালিনী।
১৫) কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন বলবন।
১৬) কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?
উত্তর: আলাউদ্দিন খলজী।
১৭) কে কুতুবমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন?
উত্তর: ইলতুৎমিস।
১৮) কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন?
উত্তর: মান সিংহ।
১৯) হিন্দু নারীর সতী নিষিদ্ধ হয়েছিল কোন মুঘল রাজত্বকালে?
উত্তর: আকবর।
২০) কে হইন্দভ ধর্মোদ্ধারক থাক উপাধি নেন?
উত্তর: শিবাজী।
২১) মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল?
উত্তর: করাচী অধিবেশন।
২২) কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন?
উত্তর: লর্ড ডাফরিন।
২৩) কে খালসা প্রবর্তন করেন?
উত্তর: গুরু গোবিন্দ সিংহ।
২৪) কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: জওহরলাল নেহেরু।
২৫) বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন?
উত্তর: পর্তুগিজ।
২৬) বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর: মীর কাশিম।
২৭) হিন্দু-হিন্দি-হিন্দু কে প্রচার করেছিলেন?
উত্তর: মদনমোহন মালব্য।
২৮) ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন?
উত্তর: লর্ড ডালহৌসি।
২৯) অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেফতার হন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
৩০) কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: জ্যোতিবা ফুলে।
৩১) ১৯২৭ সালের সাইমন কমিশন বয়কটের কারণ কি?
উত্তর: কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিলেন না।
৩২) "অভিনব ভারত" নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠা হয়েছিল কার দ্বারা?
উত্তর: ভি ডি সাভারকর দ্বারা।
৩৩) হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি বা তৌহিদ-ই-ইলাহিতে যোগদান করেন?
উত্তর: বীরবল।
৩৪) কোন সম্রাট ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: টিপু সুলতান।
৩৫) কোন সমাজ সংস্কারক "পেরিয়া" নামে জনপ্রিয় ছিলেন?
উত্তর: ই ভি রামস্বামী নাইকার।
৩৬) কে হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখার্জী।
৩৭) ১৯১৬ সালের তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন?
উত্তর: বেলগাঁও।
৩৮) কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন?
উত্তর: স্বরাজ দল।
৩৯) হিন্দু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
উত্তর: কৃষি।
৪০) কৌলিন্য প্রথার প্রচলন কে করেন?
উত্তর: বল্লাল সেন।
৪১) ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র।
৪২) মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
উত্তর: রাখালদাস ব্যানার্জি।
৪৩) কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
৪৪) বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ।
৪৫) ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে।
৪৬) ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তর: বেঙ্গল গেজেট।
৪৭) চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৪৮) বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ "দি প্রিন্স" এর রচয়িতা কে?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৪৯) যুদ্ধক্ষেত্রের "রুমি" কৌশল কে ব্যবহার করেছিলেন?
উত্তর: বাবর।
৫০) কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
إرسال تعليق