ইতিহাসের প্রশ্নোত্তর
১) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?
উত্তর: বিহার।
২) দিল্লির প্রাচীন নাম কি ছিল?
উত্তর: ইন্দ্রপ্রস্থ।
৩) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: সূর্য সেন।
৪) সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে "বুলন্দ দরওয়াজা" নির্মাণ করা হয়েছিল?
উত্তর: গুজরাট।
৫) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
৬) অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?
উত্তর: গুপ্ত বংশ।
৭) কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?
উত্তর: পুলিনবিহারী দাস।
৮) ভারতের নেপোলিয়ন কাকে বলা হত?
উত্তর: সমুদ্রগুপ্ত।
৯) বিচারক কিংসফোর্ড এর উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন?
উত্তর: প্রফুল্ল চাকী।
১০) কোন আইনের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?
উত্তর: রাওলাট অ্যাক্ট।
১১) একজন দীন-ই-ইলাহীর সদস্যের নাম বলো?
উত্তর: রাজা বীরবল।
১২) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে।
১৩) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থার নাম কি?
উত্তর: এ আই টি ইউ সি (AITUC)।
১৪) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?
উত্তর: অশোক।
১৫) কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল?
উত্তর: কুশিনগর।
১৬) খেরওয়ারী হুল বলতে কী বোঝাত?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ।
১৭) কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন?
উত্তর: চৌরিচৌরার ঘটনা।
১৮) আইন-ই-আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উত্তর: আবুল ফজল।
১৯) "এ প্যাসেজ টু ইন্ডিয়া" বইটি কার লেখা?
উত্তর: ই এম ফর্স্টার।
২০) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন?
উত্তর: ধর্মপাল।
২১) মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি?
উত্তর: খুররম।
২২) নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল?
উত্তর: তামা।
২৩) বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল?
উত্তর: ১৮৫৬ সালে।
২৪) আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।
২৫) মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২৬) কে "লেডি উইথ দি ল্যাম্প" নামে পরিচিত ছিলেন?
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
২৭) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?
উত্তর: নন্দবংশ।
২৮) জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন?
উত্তর: জেনারেল ডায়ার।
২৯) ১৯৩২ সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৩০) গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর: লালা হরদয়াল।
৩১) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: সিঙ্গাপুরে।
৩২) আই. এন. এ-র বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৪৫ এ।
৩৩) কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে?
উত্তর: ওয়ার্ধা।
৩৪) ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
৩৫) ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গানটি গাওয়া হয়?
উত্তর: ১৮৯৬ অধিবেশনে।
৩৬) অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুল্তবী রাখা হয়েছিল?
উত্তর: ১৯২২ সালে।
৩৭) ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি।
৩৮) "ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ" কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাসবিহারী বসু।
৩৯) হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মন্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল?
উত্তর: মিন্টো মরলে রিফর্মস।
৪০) ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল?
উত্তর: লাহোর অধিবেশন।
৪১) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?
উত্তর: রাওলাট আইন প্রণয়ন।
৪২) বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়?
উত্তর: লাহোর।
৪৩) কোন আইন কে 'ব্লাক বিল' বলা হতো?
উত্তর: রাওলাট অ্যাক্ট।
৪৪) "নেহরু একজন দেশ প্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ" এই মন্তব্যটি কে করেছিলেন?
উত্তর: স্যার মোহাম্মদ ইকবাল।
৪৫) কারা বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়?
উত্তর: আলি ভাইয়েরা।
৪৬) কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?
উত্তর: বক্সারের যুদ্ধ।
৪৭) ১৯৩০ সালে ৬ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, এই দিনটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে।
৪৮) কোন দিনকে মুসলিম লীগ 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল?
উত্তর: ১৬ ই আগস্ট ১৯৪৬।
৪৯) "সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত"- কে বলেছিলেন?
উত্তর: শিবস্বামী আয়ার।
৫০) কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: পাঞ্জাব।
উত্তর: বিহার।
২) দিল্লির প্রাচীন নাম কি ছিল?
উত্তর: ইন্দ্রপ্রস্থ।
৩) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: সূর্য সেন।
৪) সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে "বুলন্দ দরওয়াজা" নির্মাণ করা হয়েছিল?
উত্তর: গুজরাট।
৫) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
৬) অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?
উত্তর: গুপ্ত বংশ।
৭) কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?
উত্তর: পুলিনবিহারী দাস।
৮) ভারতের নেপোলিয়ন কাকে বলা হত?
উত্তর: সমুদ্রগুপ্ত।
৯) বিচারক কিংসফোর্ড এর উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন?
উত্তর: প্রফুল্ল চাকী।
১০) কোন আইনের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?
উত্তর: রাওলাট অ্যাক্ট।
১১) একজন দীন-ই-ইলাহীর সদস্যের নাম বলো?
উত্তর: রাজা বীরবল।
১২) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে।
১৩) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থার নাম কি?
উত্তর: এ আই টি ইউ সি (AITUC)।
১৪) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?
উত্তর: অশোক।
১৫) কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল?
উত্তর: কুশিনগর।
১৬) খেরওয়ারী হুল বলতে কী বোঝাত?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ।
১৭) কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন?
উত্তর: চৌরিচৌরার ঘটনা।
১৮) আইন-ই-আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উত্তর: আবুল ফজল।
১৯) "এ প্যাসেজ টু ইন্ডিয়া" বইটি কার লেখা?
উত্তর: ই এম ফর্স্টার।
২০) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন?
উত্তর: ধর্মপাল।
২১) মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি?
উত্তর: খুররম।
২২) নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল?
উত্তর: তামা।
২৩) বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল?
উত্তর: ১৮৫৬ সালে।
২৪) আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।
২৫) মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২৬) কে "লেডি উইথ দি ল্যাম্প" নামে পরিচিত ছিলেন?
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
২৭) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?
উত্তর: নন্দবংশ।
২৮) জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন?
উত্তর: জেনারেল ডায়ার।
২৯) ১৯৩২ সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৩০) গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর: লালা হরদয়াল।
৩১) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: সিঙ্গাপুরে।
৩২) আই. এন. এ-র বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৪৫ এ।
৩৩) কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে?
উত্তর: ওয়ার্ধা।
৩৪) ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
৩৫) ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গানটি গাওয়া হয়?
উত্তর: ১৮৯৬ অধিবেশনে।
৩৬) অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুল্তবী রাখা হয়েছিল?
উত্তর: ১৯২২ সালে।
৩৭) ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি।
৩৮) "ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ" কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাসবিহারী বসু।
৩৯) হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মন্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল?
উত্তর: মিন্টো মরলে রিফর্মস।
৪০) ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল?
উত্তর: লাহোর অধিবেশন।
৪১) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?
উত্তর: রাওলাট আইন প্রণয়ন।
৪২) বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়?
উত্তর: লাহোর।
৪৩) কোন আইন কে 'ব্লাক বিল' বলা হতো?
উত্তর: রাওলাট অ্যাক্ট।
৪৪) "নেহরু একজন দেশ প্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ" এই মন্তব্যটি কে করেছিলেন?
উত্তর: স্যার মোহাম্মদ ইকবাল।
৪৫) কারা বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়?
উত্তর: আলি ভাইয়েরা।
৪৬) কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?
উত্তর: বক্সারের যুদ্ধ।
৪৭) ১৯৩০ সালে ৬ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, এই দিনটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে।
৪৮) কোন দিনকে মুসলিম লীগ 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল?
উত্তর: ১৬ ই আগস্ট ১৯৪৬।
৪৯) "সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত"- কে বলেছিলেন?
উত্তর: শিবস্বামী আয়ার।
৫০) কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: পাঞ্জাব।
0 মন্তব্যসমূহ