ইতিহাসের প্রশ্নোত্তর
১) পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন?
উত্তর: মোহাম্মদ ইকবাল।
২) রাওলাট আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯১৯ সালে।
৩) কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল?
উত্তর: স্বদেশী আন্দোলন।
৪) ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন?
উত্তর: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
৫) জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল?
উত্তর: ১৯১৯ সালে।
৬) "Servants Of India Society" কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: গোপালকৃষ্ণ গোখলে।
৭) "কাইজার-ই-হিন্দ" কাকে বলা হত?
উত্তর: মহাত্মা গান্ধী।
৮) ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
উত্তর: লর্ড পেথিক লরেন্স।
৯) "ফতেপুর সিক্রি" কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: আকবর।
১০) কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল "সর্দার' নামে ভূষিত হন?
উত্তর: বরদৌলি আন্দোলন।
১১) "মনবসদারী প্রথা" কে প্রচলন করেছিলেন?
উত্তর: আকবর।
১২) কোন মুঘল সম্রাট "জিন্দা পীর" নামে পরিচিত ছিলেন?
উত্তর: ঔরঙ্গজেব।
১৩) সতীদাহ প্রথা কে রদ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
১৪) ১৯২৯ সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংঘটিত হয়েছিল?
উত্তর: জওহরলাল নেহেরু।
১৫) কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল?
উত্তর: লর্ড কার্জন।
১৬) কে লোকনায়ক বলে পরিচিত ছিলেন?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ।
১৭) আগ্রা দুর্গ কে তৈরি করেছিলেন?
উত্তর: আকবর।
১৮) 'ভারত ছাড়ো' আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লিনলিথগো।
১৯) ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন?
উত্তর: ভাস্কো দা গামা।
২০) ভাস্কো দা গামা কে ছিলেন?
উত্তর: পর্তুগিজ।
২১) "সাঁচী" বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে?
উত্তর: মধ্যপ্রদেশ।
২২) মহাত্মা গান্ধীকে কবে হত্যা করা হয়?
উত্তর: ৩০ শে জানুয়ারি ১৯৪৮ সালে।
২৩) ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়?
উত্তর: মুজাফ্ফরপুর।
২৪) মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন কোথায় শুরু করেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
২৫) গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তর: লুম্বিনি।
২৬) পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৭ সালে।
২৭) মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?
উত্তর: মৌর্য বংশ।
২৮) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।
২৯) বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
উত্তর: হাম্পি।
৩০) ঋকবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?
উত্তর: দশ রাজার।
৩১) কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত?
উত্তর: জাহাঙ্গীর।
৩২) সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
উত্তর: ধোলাভিরা।
৩৩) মোপলা অভ্যুত্থান কি ছিল?
উত্তর: কৃষক আন্দোলন।
৩৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তাঁর বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন?
উত্তর: পরাশর সংহিতা।
৩৫) কে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৩৬) খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: খান আব্দুল গফ্ফার খান।
৩৭) আলাই দরওয়াজা-র নির্মাতা কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন খিলজী।
৩৮) কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়?
উত্তর: আইন অমান্য আন্দোলন।
৩৯) রাজতরঙ্গিনী-র রচয়িতা কে?
উত্তর: কলহন।
৪০) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল?
উত্তর: সূর্য সেন।
৪১) কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসি সরকারের নেতৃত্ব কে দেন?
উত্তর: মোরারজি দেশাই।
৪২) "গরিবি হটাও" স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন?
উত্তর: ইন্দিরা গান্ধী।
৪৩) কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়?
উত্তর: লাহোর অধিবেশন।
৪৪) কোন ঐতিহাসিক 'The Wonder That Was India" গ্রন্থটি রচয়িতা?
উত্তর: এ এল ব্যাসম।
৪৫) কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন?
উত্তর: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে।
৪৬) আদি ঋকবৈদিক যুগে কোন দুটি প্রতিনিধি মূলক সমাবেশের নাম পাওয়া যায়?
উত্তর: সমিতি ও সভা।
৪৭) 'দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্"স এর রচয়িতা কে?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকর।
৪৮) গদর শব্দের অর্থ কি?
উত্তর: বিদ্রোহ।
৪৯) "ইলবার্ট বিল" বিতর্কের সঙ্গে কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল?
উত্তর: লর্ড রিপন।
৫০) কোন সংবাদপত্রে 'বয়কট' সর্বপ্রথম ঘোষিত হয়?
উত্তর: সঞ্জীবনী।
৫১) কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘঠিত হয়?
উত্তর: ১১৯১ খ্রিস্টাব্দে।
৫২) কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৫৩) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: শিশির কুমার ঘোষ।
৫৪) কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
৫৫) বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: বল্লভভাই প্যাটেল।
৫৬) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
৫৭) কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: উডস ডেসপ্যাচ।
৫৮) ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
৫৯) সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক।
৬০) শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতার বৃক্ষ' স্থাপন করেছিলেন কে?
উত্তর: টিপু সুলতান।
৬১) মহারানীর ঘোষণাপত্রের তারিখ কি ছিল?
উত্তর: ১লা নভেম্বর ১৮৫৮।
৬২) মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় 'জাবতি' বলতে কী বোঝায়?
উত্তর: প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ।
৬৩) কে 'ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি' প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ধন্দো কেশব কার্ভে।
৬৪) জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ আলী জোহর।
৬৫) 'লবণ সত্যাগ্রহ' কোন সালে হয়?
উত্তর: ১৯৩০ সালে।
৬৬) ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে?
উত্তর: ১৯৪৬ সালে।
৬৭) আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: মালিক কাফুর।
৬৮) কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?
উত্তর: ২৬ শে জানুয়ারি ১৯৩০ খ্রিস্টাব্দে।
৬৯) ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর: এ ও হিউম।
৭০) আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে?
উত্তর: ১৫৭৫ খ্রিস্টাব্দে।
৭১) ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?
উত্তর: জে এ হিকি।
৭২) ভূমিস্বত্য প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কে?
উত্তর: শেরশাহ।
৭৩) বিরজীস কাদের কে ছিলেন?
উত্তর: অযোধ্যার নবাব।
0 মন্তব্যসমূহ