ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের তালিকা 

রাজ্যের নাম নাচের নাম
পশ্চিমবঙ্গছৌ, গম্ভীরা, ঝুমুর, কালীনৃত্য, বাউল নৃত্য, কাঠী, কীর্তন, মহল, ঢালী, সাঁওতালী
পাঞ্জাবভাংড়া, গিদ্ধা, সামি, ঝুমার, মালওয়াই গিদ্ধা
উত্তর প্রদেশরাসলীলা, নটওয়ারি, চক্রধর শৈলী, ব্রজ নৃত্য
রাজস্থানঘুমর, কালবেলিয়া, তেরাহ তালি, গোরবান, বংশী
গুজরাটগরবা, ডান্ডিয়া রাস, তিপ্পনি, সিদ্দি ধামাল
মহারাষ্ট্রলাভনী, কোলি, তামাশা, গণ্ডল, ধনগর নৃত্য
অন্ধ্র প্রদেশকুচিপুড়ি, কোলাটাম, বুরাকথা, ধিমসা
তেলেঙ্গানাপেরিনি শিবতাণ্ডবম, লাম্বাডি, ওগু কালী, বনজারা নৃত্য
তামিলনাড়ুভরতনাট্যম, কুম্মি, ময়িলআট্টম, পুলিআট্টম, কারাগাম
কেরালাকথাকলি, মোহিনীয়াট্টম, থিয়্যম, কলারিপয়াট্টু, কুডিয়াট্টম
ওড়িশাওডিশি, সাম্বলপুরি, গোটিপুয়া, ধাপ
বিহারঝুমার, ভোজপুরি, বটেশ্বরী, কাঠঘোরা নৃত্য
ঝাড়খণ্ডসাঁওতালি, পাইকা, কুড়ুখ, করম
ছত্তিশগড়পান্ডবানি, রাউত, সেলো, সুওয়া
অসমবিহু, সত্রিয়া, বাঘুমবম, ডেফু, ঝুমুর
মণিপুরমণিপুরী, থাং তা, পুং চোলম, রাসলীলা (মণিপুরী)
নাগাল্যান্ডচেরো নৃত্য, হেমি, জেলিয়াংরং
মেঘালয়শাদ সুক মাইশেম, লাহো, ওয়াংলা
সিকিমছাম নৃত্য, সিংহ নৃত্য, যাকোং
হিমাচল প্রদেশনামগেন, কারায়ালা, লুজি, কুলি নৃত্য
জম্মু ও কাশ্মীররৌফ, বাচা নাগমা, হাফিজ নিসা, ডোগরা নৃত্য
লাদাখছাম নৃত্য, জাবরো, শণ্ডো নৃত্য
উত্তরাখণ্ডচৌফুলা, ঝুমেল, ধুরাং, পাণ্ডব নৃত্য
হরিয়ানাধামাল, ফাগ, লূর, গুমর
ত্রিপুরাহোজাগিরি, গারিয়া, ওয়ানাঙ্গো
মিজোরামচেরাও, খুয়াললুম, পারলাম
গোয়াফুগ্দি, দালগাডা, করবাট, মাণ্ডো
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জনিকোবাড়ি নৃত্য, অনমানিজ নৃত্য
লক্ষদ্বীপপারি নৃত্য, লাভনী নৃত্য
দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউতরপা নৃত্য, দমন গরবা
পুদুচেরিভরতনাট্যম, করগম, ভিল নৃত্য

Post a Comment

নবীনতর পূর্বতন