ইতিহাসের প্রশ্নোত্তর 

১) কোন রাজা তাঁর রাজসভায় কাউকে হাসতে দিতেন না? 

উত্তর: বলবন।

২) কারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন? 

উত্তর: মারাঠারা। 

৩) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 

উত্তর: ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে। 

৪) কোন মুঘল সম্রাট সিড়ি থেকে অকস্মাত পতনের ফলে মারা যান? 

উত্তর: হুমায়ুন। 

৫) গুরু নানকের জন্মস্থান কোথায়? 

উত্তর: তালবন্দী।

৬) মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? 

উত্তর: ১৯১৫ খ্রিস্টাব্দে। 

৭) কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী ও দার্শনিক এ পরিণত হন? 

উত্তর: অরবিন্দ ঘোষ। 

৮) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? 

উত্তর: মদনমোহন মালব্য। 

৯) ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরাম কবে গাওয়া হয়েছিল? 

উত্তর: ১৮৯৬ সালে।

১০) কাকে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়? 

উত্তর: অরুনা আসফ আলী। 

১১) রামপ্রসাদ বিসমল কোন মামলার সাথে যুক্ত ছিলেন? 

উত্তর: কাকোরী বোমা মামলা। 

১২) কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 

উত্তর: লর্ড ডালহৌসি। 

১৩) সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর: মহেঞ্জোদারো। 

১৪) সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের সীলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিলেন? 

উত্তর: পশুপতি। 

১৫) বুদ্ধ এবং মহাবীর কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিলেন? 

উত্তর: ভাজ্জি।

১৬) প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কার রাজসভা অলংকৃত করতেন? 

উত্তর: চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। 

১৭) কে বিখ্যাত পারসিক উৎসব নভরোজ ভারতে চালু করেছিলেন? 

উত্তর: গিয়াসুদ্দিন বলবন।

১৮) কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? 

উত্তর: কান্দাহার। 

১৯) ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? 

উত্তর: ১৪৯৮ সালে। 

২০) হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি কিসের তৈরি ছিল? 

উত্তর: ব্রোঞ্জ। 

২১) কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? 

উত্তর: টিপু সুলতান। 

২২) তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? 

উত্তর: রাজা রাজো চোল।

২৩) চারমিনার কে নির্মাণ করেন? 

উত্তর: কুলি কুতুব শাহ। 

২৪) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? 

উত্তর: সরোজিনী নাইডু। 

২৫) ঋকবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? 

উত্তর: সপ্তসিন্ধু এলাকায়। 

২৬) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে আখ্যায়িত করেন? 

উত্তর: ভি ডি সাভারকর। 

২৭) ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত একজনের নেতার নাম কি? 

উত্তর: কবির।

২৮) কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে? 

উত্তর: শিল্প। 

২৯) সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? 

উত্তর: নগর পরিকল্পনা। 

৩০) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 

উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি। 

৩১) সতীদাহ প্রথা কে নিবারণ করেন? 

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিক। 

৩২) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে ঘটেছিল? 

উত্তর: ১৯১৯ সালে। 

৩৩) সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়? 

উত্তর: মিরাট। 

৩৪) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? 

উত্তর: লর্ড ক্যানিং। 

৩৫) কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যস্বত্ত্ব ভোগীর ভূমিকা পালন করতো? 

উত্তর: জমিদারি ব্যবস্থা। 

৩৬) বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর: অশ্ব ঘোষ। 

৩৭) সারনাথের 'লাইন ক্যাপিটাল'টি কোন রাজা নির্মাণ করেন? 

উত্তর: অশোক।

৩৮) কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? 

উত্তর: বালগঙ্গাধর তিলক। 

৩৯) বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? 

উত্তর: সিরাজউদ্দৌলা। 

৪০) ভারতের দাদাজি নামে কে বিখ্যাত ছিলেন? 

উত্তর: দাদাভাই নওরোজী। 

৪১) সিন্ধু সভ্যতায় অধিকাংশ মাত্রায় কোন পশুকে প্রায় চিত্রিত করা হইয়াছে? 

উত্তর: ষাঁড়।

৪২) গ্রীক বীর আলেকজান্ডার কোন সালে ভারত আক্রমণ করেন? 

উত্তর: ৩২৬ B.C.

৪৩) গণপরিষদের সভাপতি কে ছিলেন? 

উত্তর: ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 

৪৪) বক্সারের যুদ্ধে কে পরাজিত হন? 

উত্তর: মীরকাশিম।

৪৫) ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় গঠিত হয়েছিল? 

উত্তর: তাসখন্ড।

৪৬) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? 

উত্তর: লর্ড কর্নওয়ালিস। 

৪৭) গান্ধীজীর নেতৃত্বে সত্যাগ্রহ প্রথম সংঘটিত হয় কোথায়? 

উত্তর: চম্পারন।

৪৮) শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? 

উত্তর: মহাবীর। 

৪৯) ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 

উত্তর: উমেশ চন্দ্র ব্যানার্জি। 

৫০) ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর: কুতুবউদ্দিন আইবক।

Post a Comment

নবীনতর পূর্বতন