ইতিহাসের প্রশ্নোত্তর 

১) ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? 
উত্তর: রাজেন্দ্র প্রসাদ। 
২) দিন-ই-ইলাহীর প্রবক্তা কে? 
উত্তর: আকবর। 
৩) কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার দিয়েছিলেন? 
উত্তর: ফারুকসিয়ার। 
৪) ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ছিলেন? 
উত্তর: সমুদ্র গুপ্ত। 
৫) কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তর: ১৯৩১ সালে। 
৬) বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? 
উত্তর: লর্ড রিপন। 
৭) অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? 
উত্তর: লর্ড ওয়েলেসলি। 
৮) ১৯২০ সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? 
উত্তর: মহাত্মা গান্ধী।
৯) পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? 
উত্তর: ২৬ শে জানুয়ারি ১৯৩০। 
১০) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর। 
১১) হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? 
উত্তর: মহাত্মা গান্ধী। 
১২) দিল্লির কোন সুলতান তাঁর প্রজাদের ২৪ রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? 
উত্তর: ফিরোজ তুঘলক। 
১৩) কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন? 
উত্তর: সংস্কৃত। 
১৪) কাদম্বরী'র রচয়িতা কে? 
উত্তর: বানভট্ট। 
১৫) আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? 
উত্তর: ঋগ্বেদ। 
১৬) রামচরিতের রচয়িতা কে? 
উত্তর: সন্ধ্যাকর নন্দী। 
১৭) তালিকোটার যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 
উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে। 
১৮) আকবরনামা কার লেখা? 
উত্তর: আবুল ফজল। 
১৯) কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
২০) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? 
উত্তর: বোম্বাই। 
২১) সীমান্ত গান্ধীর নামে কে পরিচিত হন? 
উত্তর: খান আব্দুল গফফার খান। 
২২) ১৯২১ সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়? 
উত্তর: কেরলে। 
২৩) কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরি? 
উত্তর: মোহাম্মদ বিন তুঘলক। 
২৪) কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন আছে?
উত্তর: ফতেপুর সিক্রি।
২৫) যথাক্রমে রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা কে?
উত্তর: কলহন ও বানভট্ট। 
২৬) কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? 
উত্তর: আকবর। 
২৭) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন কে? 
উত্তর: স্যার সিরিল র‍্যাডক্লিফ
২৮) বুদ্ধের আসল নাম কি? 
উত্তর: সিদ্ধার্থ। 
২৯) ভারতীয় হিন্দু রাজাদের উপরে স্বত্ববিলোপ নীতি আরোপিত করেছিলেন কে? 
উত্তর: লর্ড ডালহৌসি। 
৩০) কে ঘোষণা করেন -'কর অথবা মর'?
উত্তর: মহাত্মা গান্ধী। 
৩১) গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে?
উত্তর: ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে।
৩২) পলাশীর যুদ্ধ বাধে কাদের মধ্যে? 
উত্তর: ক্লাইভ এবং সিরাজের মধ্যে। 
৩৩) কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 
উত্তর: ১৯৩৮ সালে। 
৩৪) কতদিন আমরণ অনশনের পর স্বাধীনতা সংগ্রামী শ্রী যতীন্দ্রনাথ দাস জেলে প্রান ত্যাগ করেন? 
উত্তর: ৬৩ দিন।
৩৫) ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ইংরেজ সরকার কবে দুই দেশের মধ্যে সরাসরি টেলিগ্রাফ লাইন চালু করেন? 
উত্তর: ১৮৭০ খ্রিস্টাব্দে। 
৩৬) ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? 
উত্তর: ১৯৫৪ সালে। 
৩৭) কে এই মত পোষণ করতেন যে "ভারতে হিন্দু এবং মুসলিম মিলে এক জাতি এবং আরো বলেছিলেন, তারা ভারতের দুটি চোখ, একটি আঘাত পেলে, অপরটিও আঘাত পাবে"?
উত্তর: মহাত্মা গান্ধী। 
৩৮) হরপ্পায় মৃৎশিল্পে সাধারণত কোন রং ব্যবহার করা হত?
উত্তর: লাল। 
৩৯) শিবাজীর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? 
উত্তর: রায়গড়।
৪০) কোন মন্দিরকে ব্লাক প্লাগোডা নাম দেওয়া হয়েছিল? 
উত্তর: কোনার্ক সূর্য মন্দির। 
৪১) মেগাস্থিনিস রচিত ইতিহাসের উপাদানের নিদর্শন মূলক গ্রন্থটির নাম কি? 
উত্তর: ইন্ডিকা। 
৪২) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর: সুভাষচন্দ্র বসু। 
৪৩) ১৫২৬ খ্রিস্টাব্দের যুদ্ধে কার শোচনীয় পরাজয়ের ফলের বাবর ভারতে প্রথমবার তার ভিত্তি মজবুত করেন? 
উত্তর: ইব্রাহিম লোদী। 
৪৪) ঔরঙ্গজেব প্রদত্ত মৃত্যু এবং ধর্মান্তর এই দুটি পছন্দের মধ্য থেকে একটি বেছে নিতে বললে কোন শিখ গুরু প্রথমটি বেছে নিয়েছিলেন? 
উত্তর: গুরু তেজ বাহাদুর। 
৪৫) ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নরমপন্থী নেতার নাম লেখ?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 
৪৬) ১৯২০ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কোন বিশেষ অধিবেশনে বিখ্যাত অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়? 
উত্তর: কোলকাতা। 
৪৭) ভারতের প্রথম দিকে জাতীয়তাবাদীদের মধ্যে কে ইংল্যান্ডে ভারতীয় জাতীয় আন্দোলনের পক্ষে জনমত তৈরীর কাজ করেছিলেন? 
উত্তর: দাদাভাই নওরোজি। 
৪৮) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 
উত্তর: জে বি কৃপালিনী। 
৪৯) জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেন কে? 
উত্তর: উধম সিং। 
৫০) ভারতে কে রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন? 
উত্তর: লর্ড ডালহৌসি।

Post a Comment

নবীনতর পূর্বতন