পশ্চিমবঙ্গের লোকসভা আসন ও অন্তর্গত বিধানসভা কেন্দ্রসমূহ | Loksabha constituencies and assembly constituencies in West Bengal

পশ্চিমবঙ্গের লোকসভা আসন ও অন্তর্গত বিধানসভা কেন্দ্রের তালিকা 

পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা ও ২৯৪ টি বিধানসভা কেন্দ্র আছে। কিছু লোকসভা ও বিধানসভা কেন্দ্র ST/SC দের জন্য সংরক্ষিত।

লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্রসমূহ
কোচবিহার (SC) মাথাভাঙ্গা (SC), শীতলকুচি (SC), দিনহাটা, সিতাই (SC), কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর (SC), তুফানগঞ্জ
আলিপুরদুয়ার (ST) কালচিনি (ST), আলিপুরদুয়ার, ফালাকাটা (SC), মাদারিহাট (ST), কুমারগ্রাম (ST), নাগরাকাটা (ST), ধূপগুড়ি (SC)
জলপাইগুড়ি (SC) ময়নাগুড়ি (SC), রাজগঞ্জ (SC), ধূপগুড়ি (SC), মাল (ST), নাগরাকাটা (ST), জলপাইগুড়ি, ফালাকাটা (SC)
দার্জিলিং দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি (SC), ফাঁসিদেওয়া (ST), চোপড়া
রায়গঞ্জ ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, হেমতাবাদ (SC), করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ (SC)
বালুরঘাট হরিরামপুর, গঙ্গারামপুর (SC), বুনিয়াদপুর, কুশমণ্ডি (SC), বালুরঘাট, তপন, হিলি
মালদা উত্তর হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, মালতিপুর, হাবিবপুর (ST), গাজোল (SC), কালিয়াচক
মালদা দক্ষিণ মানিকচক, সুজাপুর, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সামসেরগঞ্জ, ফরাক্কা
জঙ্গিপুর জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সুতি, সামসেরগঞ্জ, ফরাক্কা, মুর্শিদাবাদ
বহরমপুর বহরমপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, সুতি, সামসেরগঞ্জ, ফরাক্কা, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, জলঙ্গি, ভগবানগোলা, ডোমকল, রঘুনাথগঞ্জ, সুতি, লালগোলা
কৃষ্ণনগর নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ
রানাঘাট (SC) রানাঘাট উত্তর-পূর্ব (SC), রানাঘাট দক্ষিণ-পশ্চিম (SC), শান্তিপুর, কল্যাণী (SC), হরিণঘাটা, চাকদা, নবদ্বীপ
বনগাঁ (SC) বনগাঁ উত্তর (SC), বনগাঁ দক্ষিণ (SC), গাইঘাটা (SC), বাগদা (SC), হাবরা, অশোকনগর, গোপালনগর (SC)
ব্যারাকপুর খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, টিটাগড়, ব্যারাকপুর, বীজপুর
দমদম দমদম, রাজারহাট-গোপালপুর, বিধাননগর, কাঁকিনাড়া, কেষ্টপুর, বাগুইআটি, নৈহাটি
বারাসাত বারাসাত, দেগঙ্গা, হাবরা, অশোকনগর, গোপালনগর (SC), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর
বসিরহাট বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ (SC), সন্দেশখালি (ST), মিনাখাঁ (SC), হাড়োয়া, হাড়োয়া
জয়নগর (SC) জয়নগর (SC), কুলতলি (SC), বাসন্তী (SC), গোসাবা (SC), কাকদ্বীপ, সাগর, রায়দিঘি
মথুরাপুর (SC) মথুরাপুর (SC), কুলতলি (SC), বাসন্তী (SC), কাকদ্বীপ, রায়দিঘি, সাগর, গোসাবা (SC)
ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মহেশতলা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কাশীপুর-বেলগাছিয়া
যাদবপুর যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, রশবিহার
কলকাতা দক্ষিণ বালিগঞ্জ, রশবিহার, চৌরঙ্গী, কলকাতা পোর্ট, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম
কলকাতা উত্তর চৌরঙ্গী, মানিকতলা, বেলেঘাটা, শ্যামবাজার, চিত্তরঞ্জন, কাশীপুর-বেলগাছিয়া, কলকাতা পোর্ট
হাওড়া হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, শিবপুর, বালি, ডোমজুড়, সাঁকরাইল (SC), উলুবেড়িয়া উত্তর
উলুবেড়িয়া উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, আমতা, বাগনান, শ্যামপুর, ডোমজুড়, সাঁকরাইল (SC)
শ্রীরামপুর শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, হুগলি, সিঙ্গুর, জাঙ্গিপাড়া, আরামবাগ (SC)
হুগলি হুগলি, চুঁচুড়া, চন্দননগর, সিঙ্গুর, জাঙ্গিপাড়া, আরামবাগ (SC), শ্রীরামপুর
আরামবাগ (SC) আরামবাগ (SC), গগনেশ্বর, খানাকুল, জাঙ্গিপাড়া, সিঙ্গুর, চুঁচুড়া, চন্দননগর
তমলুক তমলুক, মহিষাদল, নন্দকুমার, কোলাঘাট, চণ্ডীপুর, নন্দীগ্রাম, পাঁশকুড়া
কাঁথি কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, খেজুরি (SC)
ঘাটাল ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলা, সবং, কেশপুর (SC), ডেবরা
ঝাড়গ্রাম (ST) ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম (ST), গড়বেতা, বেলিয়াবেড়া, শালবনি, বিনপুর (ST)
মেদিনীপুর মেদিনীপুর, খড়গপুর, কেশিয়াড়ি (SC), ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়
পুরুলিয়া পুরুলিয়া, বান্দোয়ান (ST), রঘুনাথপুর (SC), কাশীপুর, হুড়া, বাঘমুন্ডি, জয়পুর
বাঁকুড়া বাঁকুড়া, বিষ্ণুপুর, ইন্দাস (SC), কোতুলপুর, টালডাঙা, ছাতনা, ওন্দা
বিষ্ণুপুর বিষ্ণুপুর, ইন্দাস (SC), কোতুলপুর, ওন্দা, খাতরা (SC), রাইপুর, রাণীবাঁধ (ST)
বর্ধমান-দুর্গাপুর দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, অণ্ডাল, কাঁকসা (SC), রানিগঞ্জ, জেমারি (SC), আসানসোল দক্ষিণ
আসানসোল আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানিগঞ্জ, কুলটি, বারাবনি, জামুরিয়া, পাণ্ডবেশ্বর
বোলপুর (SC) সাঁইথিয়া (SC), লাভপুর, লাভপুর, বোলপুর, নানুর (SC), labpur, সাঁইথিয়া (SC)
বীরভূম সাঁইথিয়া (SC), লাভপুর, সিউড়ি, নানুর (SC), দুবরাজপুর (SC), রামপুরহাট, হংসেশ্বরী
বর্ধমান-পূর্ব (SC) মেমারি, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, পাণ্ডুয়া, কাটোয়া, কেতুগ্রাম (SC), মঙ্গলকোট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ